মিন্টু রোডে প্রাইভেট কারের ধাক্কায় আহত ২

|

ছবি: সংগৃহীত

রাজধানীর মিন্টু রোডে জ্বালানি মন্ত্রণালয়ের গাড়ির ধাক্কায় একরামুল রাব্বি (২৭) এবং হেলাল উদ্দিন (২৮) নামে ২ জন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। গুলশান ডিওএইচ এলাকায় ‘ট্রাক লাগবে’ নামের অনলাইন প্রতিস্থানে চাকরি করেন তারা।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাত আটটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে দুজনকে। রাব্বি ডেমরা কোনাপাড়ার তমিজ উদ্দিনের ছেলে এবং হেলাল উদ্দিন একই এলাকার আব্দুল করিমের ছেলে।

আহত হেলাল জানান, অফিস থেকে কাজ শেষে মোটরসাইকেলে করে ডেমরার বাসার দিকে ফিরছিলেন দুজন। ফেরার পথে মিন্টু রোডে ইউটার্ন নেয়ার সময়ে কালো রঙের একটি প্রাইভেট কার তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে একরামুল রাব্বির ডান পায়ের হাড় ভেঙে যায় এবং হেলাল হাতে-পায়ে আঘাত পান।

তিনি আরও জানান, জ্বালানি মন্ত্রণালয়ের ওই গাড়িতে করেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে বলেন, আহতদের চিকিৎসা চলছে জরুরি বিভাগে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply