তীব্র গতিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন ফ্লোরেন্স। জানমালের ক্ষয়ক্ষতি কমাতে ১৭ লাখ বাসিন্দা সরে যাচ্ছে নিরাপদ আশ্রয়ে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ঝড়টি।
এদিকে, জরুরি অবস্থা জারি করা হয়েছে নর্থ ও সাউথ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, ওয়াশিংটন ডিসি আর জর্জিয়া অঙ্গরাজ্যে। কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, শক্তি খানিকটা হারিয়ে ক্যাটাগরি ফোর থেকে থ্রি-তে নেমে এসেছে হারিকেনটি। ঝড়ের প্রভাবে বাতাসের গতিবেগ নেমে এসেছে ঘণ্টায় ১৯৫ কিলোমিটারে। তবে এখনও অত্যন্ত বিপজ্জনক ঝড়টিকে অভিহিত করা হচ্ছে ‘মাদার অব অল হারিকেনস’, ‘স্টর্ম অফ আ লাইফটাইম’ ইত্যাদি নামে। উপকূলে এরই মধ্যে ৮৩ ফুট পর্যন্ত উঁচু ঢেউ রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বড় ধরনের জলোচ্ছ্বাস আর বন্যা হতে পারে বলে রয়েছে শঙ্কা।
যমুনা অনলাইন:এফএম
Leave a reply