গণমাধ্যমের ওপর মার্কিন ভিসানীতি আরোপ করা হলে তা বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ হবে বলে মনে করে বাংলাদেশ, এ কথা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বললেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বক্তব্য যুক্তরাষ্ট্র খতিয়ে দেখবে, এমন প্রত্যাশা করে ঢাকা।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ভিসা বিধিনিষেধ নিয়ে রাজনীতিবিদ কিংবা সাধারণ মানুষ কারোই দুশ্চিন্তার কিছু নেই। কাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো তা জানার চেষ্টা করবে সরকার। প্রক্রিয়ায় গলদ পাওয়া গেলে তা নিয়ে অবশ্যই আলোচনা করা হবে।
শাহরিয়ার আলম আরও বলেন, চিঠি পাঠানো কিংবা রাষ্ট্রদূতের সাথে আলোচনা করার জন্য সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশও বিবেচনা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
/এমএন
Leave a reply