বিশ্বকাপের পরে অধিনায়ক থাকবেন না সাকিব

|

বিশ্বকাপের পর আর অধিনায়কত্ব না করার কথা জানালেন সাকিব আল হাসান। বুধবার একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এ দফা অধিনায়কত্ব নিতে চাইনি। কারণ পরিস্থিতিটা ভালো ছিল না। পাপন ভাই যখন আমাকে প্রস্তাব দেন তখন আমি বলেছি খেলাটা উপভোগ করতে চাই।

বিশ্বকাপকে সামনে রেখে, দলের বর্তমান স্বপ্ন ও দেশের ক্রিকেটের স্বার্থেই অধিনায়কত্ব নেয়ার কথা জানিয়ে সাকিব বলেন আমার কাছে এই একটাই কারণ। তাছাড়া আমার কাছে অধিনায়কত্ব নেয়ার কোনো দরকারই নেই। ক্যারিয়ারের এই অবস্থায় এসে ক্যাপ্টেন্সি আমার কাছে কোনো ভ্যালু রাখে না।

ক্যাপ্টেন্সি নেয়ার আগে কাউকে কোনো শর্ত দেননি উল্লেখ করে তিনি বলেন, আমি যেসব কারণে এশিয়া কাপের আগে ক্যাপ্টেন্সি নিতে চাইনি ঠিক একই কারণে বিশ্বকাপেও অধিনায়ক হতে চাইনি। এখন যে অবস্থায় আছি, আমি বিশ্বকাপ পর্যন্তই অধিনায়কত্ব করব। এর একদিন পরেও (অধিনায়কত্ব) করবো না।

আরও দেখুন: যদি এরকম প্রস্তাব দেয়া হয়ে থাকে সেটা দোষের কিছু না– তামিমের বক্তব্য প্রসঙ্গে সাকিব

দেশের ক্রিকেটে বর্তমান চলমান অস্থিরতা নিয়ে বুধবার (২৭ সেপ্টেম্বর) বিশ্বকাপ দল নিয়ে নানা প্রশ্নের জবাব দেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। আলোচনার মধ্যেই বিশ্বকাপের পরে অধিনায়কত্ব না করার এই ঘোষণা দিলেন সাকিব।

আরও দেখুন:

আরও দেখুন: আমি নোংরামিতে থাকতে চাই না: তামিম

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply