চট্গ্রাম ও সিলেট ব্যুরো:
টানা তিন দিনের সরকারি ছুটিতে পর্যটন নগরী কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের। পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পর্যটন স্পটগুলোও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।
এদিকে, কক্সবাজারে পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ বিশ্ব পর্যটন দিবস ঘিরে চলা সপ্তাহব্যাপী বর্ণাঢ্য উৎসব। বন্ধু-বান্ধব, পরিবার-পরিজন নিয়ে সমুদ্র স্নানের পাশাপাশি পর্যটন মেলা, বিচ কার্নিভাল, সার্কাস ও কনসার্ট উপভোগ করছেন পর্যটকরা। অধিকাংশ হোটেল-মোটেলে প্রায় শতভাগ বুকিং রয়েছে।
অনেকে আবার ছুটি কাটাতে পাহাড়ে ছুটেছেন। বান্দরবান, রাঙ্গামাটির কাপ্তাই ও খাগড়াছড়ির সাজেকেও পর্যটকদের ভিড় বেড়েছে। সিলেটের ভোলাগঞ্জ, সাদাপাথরসহ বিভিন্ন স্পট ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর হয়েছে উঠেছে।
/এমএন
Leave a reply