ফিরে দেখা বিশ্বকাপ: শচীনের হাতে আরাধ্য ট্রফি, ধোনির ভারতের ২০১১

|

ছবি: সংগৃহীত

ক্রিকেট বিশ্বকাপের দশম আসরটি ভারতীয় ক্রিকেট ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারতের হাতে ওঠে বিশ্বকাপ ট্রফি। বিশ্বকাপ জিতে ক্যারিয়ার শেষ করেন শচীন টেন্ডুলকার।

প্রথমে ২০১১ বিশ্বকাপের আয়োজক ছিল চারটি দেশ। ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তবে পাকিস্তানের লাহোরে লঙ্কান ক্রিকেটারদের ওপর হামলার জেরে বাদ দেয়া হয় পাকিস্তানকে। মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল পাকিস্তানে। পরে ম্যাচগুলো ভাগ করে দেয়া হয় বাকি তিন দেশের মধ্যে।

এই বিশ্বকাপে দিয়েই প্রথমবারের মতো আয়োজক দেশ হওয়ার সুযোগ পায় বাংলাদেশ। ১৭ ফেব্রুয়ারি ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা ওঠে ক্রিকেট বিশ্বকাপের দশম আসরের। এগার বিশ্বকাপে অংশ নেয় ১৪টি দল।

গ্রুপ ও কোয়ার্টারের লড়াই শেষে শুরু সেমির লড়াই। সেমিতে জায়গা করে নেয় ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। প্রথম সেমিফাইনালে মুখোমুখি শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। যেখানে ব্ল্যাক ক্যাপসদের ৫ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় লঙ্কানরা।

দ্বিতীয় সেমিফাইনাল ছিল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। মুখোমুখি হয় চির প্রতিদ্বন্দী ভারত ও পাকিস্তান। হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে ২৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত।

ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হয় ভারত। প্রথম বারের মত এশিয়ার দুই দেশের মধ্যে ফাইনাল। যেখানে ভারতের হাতে ওঠে অধরা সেই বিশ্বকাপ। উড়িয়ে দেয়া সাদা বলটার দিকে এক দৃষ্টিতে চেয়ে ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মাহির মতোই কানায় কানায় পূর্ণ ওয়াংখেড়ে স্টেডিয়ামের দর্শক, ক্রিকেট বিশ্বের চোখও তখন সেদিকেই।

আকাশের দিকে ধেয়ে যাওয়া বলটি সীমানা পার করে আছড়ে পড়লেই সত্যি হবে স্বপ্ন। হলোও তাই। আলতো করে ব্যাটটা ঘুরিয়ে নিলেন কোটি কোটি দেশবাসীর স্বপ্ন পূরণের কারিগর। অপর প্রান্ত থেকে দু’বাহু ছড়িয়ে ছুটে এসে জড়িয়ে ধরলেন যুবরাজ সিং। এই বিশ্বকাপ জয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেন যুবরাজ সিং। তার হাতেই ওঠে ম্যান অব দ্য টুর্নামেন্টের স্মারক। শচীন টেন্ডুলকার পায় তার আরাধ্য বিশ্বকাপ।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply