ইতালিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২১ জনের প্রাণহানি, আহত ১৭

|

মর্মান্তিক বাস দুর্ঘটনায় কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: রয়টার্স।

ইতালির মেস্ত্রে এলাকায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় অন্তত ২১ আরোহী প্রাণ হারালেন। মঙ্গলবার রাতে ফ্লাইওভারের রেলিং ভেঙ্গে নীচের রেলসেতুর ওপর পড়ে বাসটি। বুধবার (৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে আরও ১৮ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। আশঙ্কা করা হচ্ছে প্রাণহানি আরও বাড়তে পারে। বাসটি মারঘেরা জেলার শরণার্থী শিবির থেকে ভেনিসের দিকে যাচ্ছিলো। মাঝপথে রাত পৌনে ৮টা নাগাদ পড়ে দুর্ঘটনায়। মুহুর্তেই পুরো বাসে ছড়িয়ে যায় আগুন। নিহতদের মধ্যে রয়েছে দুইজন শিশু।

ভেনিস কর্তৃপক্ষ জানিয়েছে, পাঁচ ইউক্রেনীয়, এক জার্মান নাগরিকও মারা গেছেন এ ঘটনায়। ভয়াবহ এই দুর্ঘটনায় গভীর উৎকণ্ঠা ও সমবেদনা প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। পরিস্থিতি মোকাবেলায় ইতালির পাশে থাকার আশ্বাস দিয়েছে ইইউ। এর আগে, সবশেষ ২০১৩ সালে দেশটির দক্ষিণাঞ্চলে বাস দুর্ঘটনায় প্রাণ যায় ৩৮ জনের।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply