সুন্দরবনে বানরের সংখ্যা ৩ গুণ বেড়েছে, বাড়ছে বাঘও: পরিবেশমন্ত্রী

|

যথাযথ সংরক্ষণের কারণে সুন্দরবনে বানরের সংখ্যা তিনগুণ বেড়েছে। বাঘও বাড়ছে বলে জানিয়েছেন পরিবেশে, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

বুধবার (৪ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সুন্দরবন ঘিরে সরকারের নেয়া উদ্যোগের প্রশংসা করার বিষয়ে বলতে গিয়েই এসব তথ্য জানান তিনি।

এসময় মন্ত্রী বলেন, সুন্দরবন থেকে বাঘ বিলুপ্ত হচ্ছে না, বরং বাড়ছে। জরিপ চলছে। সবশেষ ২০১৮ সালের জরিপে ১০৮টি বাঘ পাওয়া গেছে। বাঘ সংরক্ষণে ঢিবি তৈরিসহ নানা পদক্ষেপ নেয়া হয়েছে। বাঘ হত্যাও কমে গেছে।

স্থানীয়দের নিয়ে রেসপন্স টিম গঠন করায় গত ৫ বছরে কোনো বাঘ হত্যার ঘটনা ঘটেনি বলেও উল্লেখ করেন পরিবেশমন্ত্রী। তিনি জানান, চিত্রল হরিণের সংখ্যা ৮৩ হাজার বেড়ে হয়েছে ১ লাখ ৪০ হাজার ৩৫৭টি। বন্য শুকর ২৮ হাজার থেকে বেড়ে হয়েছে ৪৫ হাজার ১১০। বানর তিনগুণ বেড়ে ৫১ হাজার থেকে ১ লাখ ৫২ হাজার ৪৪৪টি হয়েছে।

সুন্দরবনের জীব বৈচিত্র্য রক্ষায় মন্ত্রণালয় নানা ব্যবস্থা নেয়ায় আগের চেয়ে বন নিরাপদ হয়েছে বলে দাবি করেন পরিবেশ ও বন মন্ত্রী।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply