‘আওয়ামী লীগের সাহস নেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার’

|

রুহুল কবির রিজভী আহমেদ।

খালেদা জিয়ার মামলা বিষয়ে রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে মনে হচ্ছে তারা চাচ্ছেন মামলার কার্যক্রম স্থগিত করে রায় ঘোষণার দিন ধার্য করা হোক। এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী আহমেদ বলেন, সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মী, সমর্থনকারীদের ওপর অত‍্যাচার করছে, যার জন‍্য সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। জনবিচ্ছিন্ন হয়ে আওয়ামী লীগের এখন সাহস নেই নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার। পুলিশ কে হাতিয়ার করে এখন বিরোধী মত দমন করছে সরকার।

রিজভী আহমেদ আরও বলেন, সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে খালেদা জিয়াকে কারাগারে রেখেছেন। মিথ্যা মামলা দিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করছে। নিম্ন আদালত কখনো সরকারের প্রভাব ছাড়া কাজ করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply