‘দেশে গোল্ডেন এ-প্লাস বলে কিছু নেই’

|

বোর্ড পরীক্ষায় খাতা পুনর্মূল্যায়ণ পদ্ধতি ভালো ফল দিচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এতে করে খাতা দেখায় স্বচ্ছতাও এসেছে এবং বিগত বছরগুলোতে খাতা দেখা নিয়ে প্রচলতি সব অভিযোগ দূর হয়েছে।

সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি সদস্যদের সন্তানদের কৃতি সংবর্ধনায় তিনি এই কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশে গোল্ডেন এ-প্লাস বলে কিছু নেই। তাই গোল্ডেন বলে কাউকে পার্থক্য করার সুযোগ নেই। তিনি বলেন, আধুনিক ও বিশ্বমানের নেতৃত্ব তৈরিতে বাংলাদেশের শিক্ষাপদ্ধতি শতভাগ কাজে আসছে না, তবে সেই মানের শিক্ষা দিতে সরকার আন্তরিক। কৃতি সংবর্ধনায় সাংবাদিকদের ২৩ সন্তানকে সংবর্ধিত করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply