নিউক্যাসলের কাছে উড়ে গেলো পিএসজি

|

ছবি: এএফপি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রুপের খেলায় নিউক্যাসল ইউনাইটেডের কাছে হেরেছে পিএসজি। প্যারিসের ক্লাবটিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ইংলিশ ক্লাব নিউক্যাসল।

২০ বছর পর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নেমেছিল নিউক্যাসল ইউনাইটেড। শুরু থেকেই পিএসজির ওপর চাপ তৈরি করে খেলতে থাকে তারা। অবশ্য খেলার ৫ মিনিটে পিএসজি এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও বার ঘেঁষে বল চলে যায় বাইরে। এরপর একের পর এক আক্রমণে অতিথি ক্লাবটির রক্ষণের পরীক্ষা নিতে থাকে স্বাগতিকরা।

খেলার ১৭ মিনিটে ডি-বক্সের ভেতর থেকে নেয়া জোরালো শট ঠেকালেও শেষ রক্ষা করতে পারেননি পিএসজি গোলরক্ষক। আলতো টোকায় নিউক্যাসলকে ১-০ গোলের লিড এনে দেন মিগুয়েল আলমিরোন। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ড্যানিয়েল বার্ন।

বিরতির পর আবারও গোল পায় নিউক্যাসল। ৫০ মিনিটে দলকে ৩-০ গোলে এগিয়ে নেন শেন লংস্টাফ। ৬ মিনিট পর পিএসজির হয়ে ব্যবধান কমান লুকাস হার্নান্দেজ। পরে ইনজুরি টাইমের গোলে ৪-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল।

এই জয়ে গ্রুপ এফের শীর্ষে উঠেছে নিউক্যাসল। এক জয় ও এক ড্রতে ২ ম্যাচে ৪ পয়েন্ট তাদের। পিএসজি আছে পয়েন্ট তালিকার দুইয়ে। এক জয় ও এক হারে তাদের পয়েন্ট তিন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply