ইরান থেকে জব্দ করা গোলাবারুদ ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র

|

জব্দ করা অস্ত্র। ছবি: মার্কিন প্রতিরক্ষা বিভাগ

ইরানের কাছ থেকে জব্দ করা অস্ত্র ও গোলাবারুদ এবার ইউক্রেনকে দিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে রয়টার্স ও দ্য গার্ডিয়ান।

বুধবার (৪ অক্টোবর) মার্কিন সামরিক বাহিনী জানায়, এরইমধ্যে ইরানের কাছ থেকে জব্দ করা ১০ লাখ রাউন্ডেরও বেশি গোলাবারুদ ইউক্রেনকে দেয়া হয়েছে। পশ্চিমা মিত্ররা বিপুল সহায়তা দিলেও দীর্ঘদিনের লড়াইয়ের কারণে বর্তমানে অস্ত্রের সংকটে ভুগছে কিয়েভ। তাদের সে সংকট দূর করতেই এ সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন।

মার্কিন অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, স্বাধীনতা, গণতন্ত্র ও আইনের শাসনের লড়াই করতে থাকা ইউক্রেনকে সমর্থন দিতে আমরা প্রতিটি লিগ্যাল অথরিটির ব্যবহার চালিয়ে যাব।

গত বছর, হুতি বিদ্রোহীদের কাছে পাঠানোর সময় বিপুল অস্ত্রশস্ত্রসহ ইরানের একটি জাহাজ বাজেয়াপ্ত করেছিল যুক্তরাষ্ট্র। জাহাজটিতে অস্ত্রশস্ত্র ছাড়াও ১১ লাখ রাউন্ড ৭ দশমিক ৬২ মিলিমিটার গোলা ছিল। পরে বিচার বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে গত জুলাইয়ে এসব অস্ত্রের মালিকানা পায় মার্কিন সরকার।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply