শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে পদক্ষেপ নিতে রাষ্ট্রপতির আহ্বান

|

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শিক্ষকদের মর্যাদা ও জীবনমান উন্নয়নে পদক্ষেপ নিতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বললেন, শিক্ষকদের প্রতি সরকার সংবেদনশীল।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

মো. সাহাবুদ্দিন বলেন, শিক্ষকদের মাঝে পদমর্যাদা ও বেতন নিয়ে বঞ্চনা আছে। ভবিষ্যতে তাদের দাবি সন্তোষজনক পর্যায়ে নিতে কাজ করছেন প্রধানমন্ত্রী। কোচিং সেন্টার ও প্রশ্ন ফাঁসের মতো জায়গা থেকে উত্তরণ ঘটানোর তাগিদ দেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা ও পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ১৯৯৩ সালে প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম অনুষ্ঠানে ৫ অক্টোবর দিনটিকে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply