বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই টপ অর্ডারের ৩ ব্যাটারকে হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান। একে একে প্যাভিলিয়নের পথ ধরেন ফখর জামান, বাবর আজম ও ইমাম-উল-হক। পাওয়ারপ্লে শেষে ৩ উইকেট হারিয়ে মাত্র ৪৩ রান তুলেছে ৯২’ এর চ্যাম্পিয়নরা।
শুক্রবার (৬ অক্টোবর) হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ব্যাটিং নেমে শুরতেই ওপেনার ফাখার জামানকে হারায় পাকিস্তান। ১২ রান করা পাক ওপেনার ফখরকে ফেরান লোগান ভ্যান বেক।
এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেনি অধিনায়ক বাবর আজমও। তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসেই পাকিস্তান অধিনায়ক বাবরকে ফেরান কলিন অ্যাকারম্যান। ডাচ স্পিনারের বলে আউট হওয়ার আগে মাত্র ৫ রান করেন বাবর। ৪ রানের ব্যবধানে তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফিরে যান আরেক ওপেনার ইমাম। ১৫ রান করে ডাচ পেসার পল ভ্যান মিকেরেনের বলে থার্ডম্যানে ক্যাচ দেন এই বাঁহাতি ওপেনার। ক্রিজে আছেন মোহাম্মদ রিজওয়ান-সৌদ শাকিল।
/আরআইএম
Leave a reply