বাংলাদেশও চাঁদে যাবে: প্রধানমন্ত্রী

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণা করে আমাদের পাশের দেশ (ভারত) চাঁদে যায়। আমরা কেন পিছিয়ে থাকবো? একদিন বাংলাদেশও চাঁদে যাবে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে। আমরা চাই দেশ এগিয়ে যাক।

শনিবার (৭ অক্টোবর) ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে শনিবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় চোখ ধাঁধানো মনোমুগ্ধকর এই টার্মিনালের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

শাহজালালে যাত্রীসেবায় যুক্ত হলো চোখ ধাঁধানো তৃতীয় টার্মিনাল

এ সময় বক্তব্যে দেশের বিমান যোগাযোগ ও পর্যটন শিল্পে সম্ভাবনার বিষয় তুলে ধরেন শেখ হাসিনা। বলেছেন, পর্যটন শিল্পকে আধুনিক করে তুলতে আমরা আরও কয়েকটি বিমান কিনবো। আমরা চাই অ্যাভিয়েশন খাত আরও উন্নত হোক। অতীতে অন্য কেউ (সরকার) দেশের অ্যাভিয়েশন খাতে এত উন্নতি করতে পারেনি।

সরকারপ্রধান বলেন, আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। মানুষের মধ্যে আত্মমর্যাদাবোধ জাগিয়ে তুলতে কাজ করেছি। বিশেষ করে গ্রামের মানুষের উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: বাংলাদেশ হবে আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব: প্রধানমন্ত্রী

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply