মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেলের নির্দেশে হাইকোর্টের সংশ্লিষ্ট বিভাগে এই আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এদিকে গত ২৫ সেপ্টেম্বর আদিল ও এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। আদিল ও এলানের পক্ষ থেকে করা হয়েছে জামিন আবেদন।
২০১৩ সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের পক্ষ থেকে ১৩ জনের কথা জানানো হয়। সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে মামলা হয় সাইবার ট্রাইব্যুনালে।
এটিএম/
Leave a reply