লা লিগায় বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার (অক্টোবর) রাতে ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ম্যাচে জুড বেলিংহ্যাম জোড়া গোল করেছেন।
ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে খেলতে নেমে ম্যাচের মাত্র ৯ মিনিটেই বেলিংহ্যামের গোলে লিড নেয় স্প্যানিশ জায়ান্টরা। তবে প্রথমার্ধে আর গোল পায়নি দলটি।
বিরতির পর খেলতে নেমে আবারও বেলিওহামের গোলে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ৫৪ মিনিটে তিনি নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন। ৬৫ মিনিটে তৃতীয় গোল পায় রিয়াল। দুর্দান্ত গতিতে ওসাসুনার ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে নিঁখুত ফিনিশিংয়ে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। ৭০ মিনিটে দলের পক্ষে চতুর্থ গোলটি করেন স্ট্রাইকার হোসেলু।
তবে ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি পায় রিয়াল। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন হোসেলু। ফলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন কার্লো আনচেলত্তির শিষ্যরা।
এই জয়ে ৯ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান সুসংহত করলো রিয়াল মাদ্রিদ। ৮টিতেই জয় তুলে নিলেও এক ম্যাচে হারের তিক্ততা রয়েছে দলটির।
Leave a reply