আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি ১ হাজার ছাড়ালো

|

আফগানিস্তানে ৬ দশমিক ৩ মাত্রার জোরালো ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। প্রাণহানির সংখ্যার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টা নাগাদ পশ্চিমাঞ্চলীয় শহর হেরাত থেকে ৪০ কিলোমিটার দূরে অনুভূত হয় শক্তিশালী কম্পন। মুহূর্তেই ভেঙে পড়ে বহু ঘরবাড়ি ও স্থাপনা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে।

আফগান শিশুরা ভূমিকম্পের পরে ক্ষতিগ্রস্থ বাড়ির পাশে একটি কম্বলের নিচে বিশ্রাম নিচ্ছে। ছবি- সংগৃহীত।

দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, জোরালো ভূমিকম্পের পর অন্তত ৬টি আফটারশক অনুভূত হয়। ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ১২টি গ্রাম। আতঙ্ক ছড়িয়েছে পুরো হেরাত অঞ্চলে। সেখানে অন্তত ২০ লাখ মানুষের বসবাস।

গেলো বছর জুন মাসে, দেশটির পাকতিকা প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়। প্রাণ হারায় হাজারের বেশি মানুষ। গৃহহীন হয়ে পড়েন ১০ হাজারের বেশি মানুষ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply