ইনজুরি কাটিয়ে মেজর সকার লিগের ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন লিওনেল মেসি। রোববার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় সকালে সিনসিনাটির বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নামেন। তবে ম্যাচে মেসি নিজে গোল পাননি, সতীর্থদের দিয়ে গোল করাতেও পারেননি। এদিন হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মায়ামিকে। এই হারের ফলে মেজর সকার লিগের প্লেঅফে খেলার সম্ভাবনা প্রায় শেষ মায়ামির।
ইনজুরির কারণে মায়ামির হয়ে গত ছয় ম্যাচের পাঁচটিতেই মাঠে ছিলেন না মেসি। ফলে এ ম্যাচের আগে মায়ামির সমর্থকদের নজর ছিল খেলোয়াড় তালিকায়। শেষ পর্যন্ত মেসির নাম দেখতে পেয়ে স্বস্তি মেলে দর্শকদের মনে। তবে ইনজুরি কাটিয়ে ফেরা মেসিকে শুরুর একাদশে রাখেননি কোচ মার্টিনো।
প্রথমার্ধ মেসি বেঞ্চে বসেই কাটান। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। ম্যাচে মেসি দু’বার ফ্রি কিক নিলেও দুটোই বাইরে চলে যায়। ৭৮ মিনিটে গোল হজম করে মায়ামি। শেষ পর্যন্ত সিনসিনাটির বিপক্ষে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে মায়ামি।
ম্যাচ শেষে মেসিকে নিয়ে মায়ামির কোচ টাটা মার্টিনো বলেন, মেসি এখন সুস্থ। তবে সে এখনো ছন্দে ফেরেনি। এ কারণে তাকে মাত্র ৩৫ মিনিট খেলিয়েছি।
লিগে মায়ামির পরবর্তী ম্যাচ আগামী ১৮ অক্টোবর। তবে ওই ম্যাচে মেসির না খেলার সম্ভাবনাই বেশি। কেননা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের জন্য দেশে ফিরবেন আর্জেন্টিনার অধিনায়ক। আগামী বৃহষ্পতিবার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর পেরুর বিপক্ষে ১৭ অক্টোবর আরেকটি ম্যাচ খেলবেন মেসিরা।
এনকে
Leave a reply