বিচার বিভাগ ও বিচারালয়কে যেন রাজনীতিকরণ করা না হয়। এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয় ও বার এসোসিয়েশনের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন নতুন প্রধান বিচারপতি।
অনুষ্ঠানে বিচার বিভাগকে আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। এ সময় তিনি মামলাজট কমাতে আইনাঙ্গণের সকলের সহযোগিতা কামনা করেন। বলেন, রায়ের সমালোচনা করার অধিকার সবার আছে, তবে না জেনে করলে যেই হোক তাকে শায়েস্তা করতে আদালতের হাত যথেষ্ট লম্বা।
নবীন আইনজীবীরা যেন অর্থের মোহে পড়ে নিজেদের হারিয়ে না ফেলে সেদিকেও লক্ষ্য রাখার পরামর্শ তিনি। প্রধান বিচারপতি আইনজীবীদের বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে বলেন, আইনের প্রতি মানুষের যে শ্রদ্ধা সেটা যেন অটুটু থাকে।
এটিএম/
Leave a reply