ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের নজিরবিহীন হামলায় কাঁপছে ইসরায়েল। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে দুই দেশের মধ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধে বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। রোববার (৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আরব নিউজ।
সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, হামাসের ও ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে নজিরবিহীন পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে সৌদি প্রশাসন। পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশেকে সমঝোতায় আসার আহ্বান জানিয়েছে সৌদি আরব।
বিবৃতিতে আরও বলা হয়, সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান গাজা ও তার আশেপাশে সহিংসতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে কথা বলেছেন।
বেসামরিক নাগরিকদের টার্গেট করা এবং আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার জন্য দুই দেশের সহযোগিতার ওপর জোর দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল।
এআই/এটিএম
Leave a reply