আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, নিহত ২

|

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প।

কক্সবাজার করেসপন্ডেন্ট:

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ঘটনায় সন্ত্রাসীদের গুলিতে ২ রোহিঙ্গা নিহত হয়েছেন। নিহতরা হলেন সাকিবুল ও মোহাম্মদ হোসেন; তারা রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসার সদস্য বলে জানা গেছে।

সোমবার (৯ অক্টোবর) ভোরে উখিয়ার কুতুংপালং ও ইস্ট রোহিঙ্গা ক্যাম্পে এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, রোহিঙ্গা সন্ত্রাসী সংগঠন আরসা ও আরসাবিরোধী গ্রুপের মধ্যে আলাদা সংঘর্ষ ও গোলাগুলি হয়। ঘটনাস্থলেই সাকিবুল ও মোহাম্মদ হোসেন মারা যান।

খবর পেয়ে ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) টিম ঘটনাস্থলে যেয়ে তাদের মরদেহ উদ্ধার করে। ক্যাম্পে পরিস্থিতি স্বাভাবিক রাখতে এপিবিএন টহল জোরদার করেছে।

এছাড়া, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলছে জানিয়েছে পুলিশ। এদিকে, টেকনাফের উনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্প থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশনের (আরএসও) ৩ সদস্য আটক করেছে পুলিশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply