ইউপি চেয়ারম্যানরা মেয়াদ শেষে দায়িত্বে থাকতে পারবেন না

|

স্থানীয় সরকার সংশোধন আইন-২০২৩ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এর ফলে মেয়াদ শেষ হওয়ার পর কোনো ইউপি চেয়ারম্যান দায়িত্বে থাকতে পারবেন না। নতুন আইনে ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা যাবে, এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।

সোমবার (৯ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। পরে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। আরও জানালেন, ৬ মাসের পরিবর্তে মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে ইউপি নির্বাচন করতে হবে।

মাহবুব হোসেন বলেন, সিটি করপোরেশন আইন-২০২৩ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন আইনে ওয়াসা থেকে ড্রেনেজ ব্যবস্থার দায়িত্ব সিটি করপোরেশন পালন করবে।

বাংলাদেশ শ্রম আইন-২০২৩ এর খসড়ারও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। তাতে নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ১২০ দিন করা হয়েছে। সংশোধিত বিদেশি স্বেচ্ছাসেবী সংস্থা আইনে বলা হয়েছে, অনুমোদন ছাড়া বিদেশি সংস্থা বাংলাদেশে কোনো জমি ক্রয়, দান বা গ্রহণ করতে পারবে না।

বাংলাদেশ পারমাণবিক ক্লাবের সদস্য হওয়ায় বৈঠকে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও ধন্যবাদ জানায় মন্ত্রিসভা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply