পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা

|

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ফলে টসে হেরে কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান।

মঙ্গলবার (১০ অক্টোবর) হায়দরাবাদে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে এই দু’দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

এই ম্যাচে দুই দলই একাদশে দুইটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। শ্রীলঙ্কা দলে কাসুন রাজিথার পরিবর্তে দলে ঢুকেছেন মাহিশ থিকশানা। পাকিস্তান দলে ফখর জামানের জায়গায় একাদশে ঢুকেছেন আবদুল্লাহ শফিক।

বিশ্বকাপ আসরে শুরুটা ভালোই হয়েছে পাকিস্তানের। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৮১ রানে হারিয়ে বিশ্বকাপ শুরু করে ১৯৯২ সালের বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। বড় জয় আর সঙ্গে ভালো নেট রান রেটে টেবিলের তৃতীয় অবস্থানে বাবর আজমের দল।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার রান পাহাড়ের ম্যাচে ১০২ রানের বড় পরাজয় দিয়ে আসর শুরু করেছে শ্রীলঙ্কা। লঙ্কানদের অবস্থান টেবিলের নবম স্থানে। তবে স্বস্তির খবর এ ম্যাচে চোট কাটিয়ে ফিরছেন ডানহাতি লঙ্কান স্পিনার মাহিশ থিকশানা। পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে থিকশানা লঙ্কানদের বোলিং আক্রমণে কিছুটা হলেও শক্তি বাড়াবে।

শ্রীলঙ্কার একাদশ:

দাসুন শানাকা (অধিনায়ক), কুশল মেন্ডিস, কুশল পেরেরা, পাথুম নিসাঙ্কা, সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মাহিশ থিকশানা, মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা।

পাকিস্তান একাদশ:
বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, আবদুল্লাহ শফিক , মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতেখার আহমেদ, শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি ও হারিস রউফ।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply