প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় বৃহস্পতিবার (১২ অক্টোবর) মধ্যরাত থেকে নদীতে ২২ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু হচ্ছে। ফলে বৃহস্পতিবার মধ্যরাত থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত নদীতে জাল ফেলতে পারবেন না জেলেরা। এই নির্দেশনা অমান্য করলে জেল-জরিমানার বিধানও রয়েছে।
নিষেধাজ্ঞার চলাকালীন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময় ট্রলার মেরামত, জাল বোনা এবং নিষেধাজ্ঞা পরবর্তী সময় মাছ শিকারে যাওয়ার প্রস্তুতি নেবেন লক্ষাধিক জেলে।
এদিকে, চলতি মৌসুমে মেঘনা নদী ইলিশ শূন্য থাকায় লোকসানে পড়েছে ট্রলার মালিক ও জেলেরা। নোয়াখালীর হাতিয়ায় ছোট-বড় প্রায় ৪১টি ঘাটে মাছ ধরার ট্রলারগুলো ফিরতে শুরু করেছে। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত মাছ না পেয়ে হতাশ দ্বীপের বেশির ভাগ জেলে। উপজেলার প্রধান মাছের বাজার চেয়ারম্যানঘাট ও টাংকির বাজারে এ মৌসুমের বেশির ভাগ সময় ফাঁকা ছিল।
/এমএইচ
Leave a reply