উত্তরায় সাঈদ গ্র্যান্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে

|

ফাইল ছবি।

রাজধানীর উত্তরার সাত নম্বর সেক্টরের ১৫ তলা সাইদ গ্রান্ড সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ২২টি ইউনিটের অন্তত দেড়শ’ কর্মীর প্রায় তিন ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাত একটার পরে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে, নয় তলায় থাকা রেস্টুরেন্টে থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হয়েছে। পরে তা ছড়িয়ে পড়ে আরো কয়েকটা ফ্লোরে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কী পরিমান ক্ষতি হয়েছে, তা প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম চৌধুরী বলেন, ভবনটিতে ছিল না কোন অগ্নি-নির্বাপক ব্যবস্থা। বারবার নোটিশ দিলেও টনক নড়েনি কর্তৃপক্ষের।

তিনি আরও বলেন, এ ঘটনায় ভবনটির কেউ হতাহত না হলেও আগুন নেভাতে গিয়ে আহত হন ফায়ার সার্ভিসের ২ কর্মী।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ছুটে আসেন বেশ কয়েকজন ব্যবসায়ী। জানান, ১৫ তলা ভবনটিতে রেস্টুরেন্ট, জিম, ডায়াগনস্টিক সেন্টার, কর্পোরেট অফিসসহ ছিল বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply