মুন্সিগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরি উল্টে নিহত ১

|

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জের গজারিয়ার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মানিক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মানিক কন্টেইনারবাহী লরির হেল্পার ছিলেন বলে জানা গেছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে মহাসড়কের ভাটেরচর এলাকায় কন্টেইনারবাহী লরিটি উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক কক্সবাজারের চকরিয়ার কাহারিখোলা এলাকার আব্দুল হাফেজের ছেলে। দুর্ঘটনার পর পলাতক রয়েছে লরির চালক। তার পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও ফায়াসার্ভিস কর্মীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কন্টেইনারে করে মালামাল নিয়ে ঢাকার অভিমুখে যাচ্ছিলো লরিটি। পথে গজারিয়ার ভাটেরচর এলাকায় পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারালে লরিটি মহাসড়কে উল্টে যায়। এতে এর নিচে চাপা পড়েন লরিটির হেল্পার মানিক।

বিষয়টি নিশ্চিত করে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আজগর জানান, খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে মানিককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। তবে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএস/এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply