কাল থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা

|

ইলিশ মাছের প্রধান প্রজনন মৌসুমে নিরাপদ প্রজননের জন্য আগামীকাল বৃহস্পতিবার থেকে সারাদেশে ইলিশ ধরা বন্ধ থাকবে, এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। বললেন, ১২ অক্টোরব থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত দেশের কোনো নদ-নদীতে ইলিশ ধরা যাবে না।

বুধবার (১১ অক্টোবর) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। আরও বলেন, এই সময়ে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাত ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষেধ। আগামী ২২ দিন এই নিষেধাজ্ঞা না মানলে আইনে এক থেকে দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

শ ম রেজাউল করিম বলেন, উপকূলীয় ইলিশ প্রজনন ক্ষেত্রের সাত হাজার বর্গকিলোমিটার এলাকায় এই নিষেধাজ্ঞা থাকবে। মা ইলিশ রক্ষায় এ সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply