ইজারাদার নিয়োগকে কেন্দ্র করে বাংলাবান্ধা স্থলবন্দরে অচলাবস্থা দেখা দিয়েছে। অস্থির হয়ে উঠেছে চারদেশীয় বাণিজ্যের অন্যতম বন্দর। কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ীদের দ্বন্দ্ব ও শ্রমিক অসন্তোষের জেরে কয়দিন পরপরই আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। এতে সম্ভাবনাময় এ স্থলবন্দর থেকে রাজস্ব হারাচ্ছে সরকার। মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরাও।
স্বাভাবিক কর্মদিবসে দিনে ৩ থেকে সাড়ে তিনশ ট্রাক আন্তঃদেশীয় পণ্য পরিবহনে ব্যবহার করে পঞ্চগড় স্থলবন্দর। এর বেশিরভাগই ভারত, নেপাল আর ভূটানের। পূর্ণ শ্রমিক সক্ষমতা নিয়েও বিপুল সংখ্যক ট্রাকের লোড আনলোডে সমস্যায় পড়তে হয় কর্তৃপক্ষকে। তার উপর গত ১ এপ্রিল থেকে এটিআই লিমিটেড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দেয়া হয় লেবার হ্যান্ডলিংয়ের দায়িত্ব। কিন্তু ইজারাদারের বেঁধে দেয়া মজুরি নিয়ে অসন্তোষ দেখা দেয়।
এ নিয়ে শ্রমিকরা সংঘর্ষে জড়ায় কর্মচারিদের সাথে। মামলা হলে দুই সপ্তাহ ধরে অচল রয়েছে বন্দর।
অচলাবস্থা নিরসনে তিন সদস্যের কমিটি করেছে জেলা প্রশাসন। পূর্ণ চালু অবস্থায় বাংলাবান্ধা স্থলবন্দর থেকে মাসে গড়ে আড়াই কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে সরকার।
Leave a reply