নওগাঁয় অস্ত্রসহ ১৪ ডাকাত আটক

|

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁয় ডাকাতির সময় ডাকাত দলের ১৪ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‍্যাব। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাতে জেলার আত্রাই উপজেলা থেকে তাদের আটক করা হয়।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‍্যাব-৫ এর অধিনায়ক রিয়াজ শাহরীয়ার।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে জেলার পাঁচুপুর এলাকার পুকুরগুলোতে দায়িত্বরত পাহারাদারদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে মাছ লুট করে আসছিল একদল ডাকাত। গতরাতেও মাছ ধরার পর ট্রাকে করে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। খবর পেয়ে দ্রুত অভিযান চালায় র‍্যাবের একটি দল। এ সময় এই ১৪ জনকে দেশীয় অস্ত্র ও ট্রাক বোঝায় মাছসহ আটক করা হয়।

নওগাঁ ছাড়াও পাশ্ববর্তী জয়পুরহাট, বগুড়া ও নাটোরের বিভিন্ন পুকুরে গভীর রাতে মাছ লুট করতো সশস্ত্র এই চক্রটি। পরে সেগুলো দেশের বিভিন্ন বাজারে বিক্রি করত। আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

এএস/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply