হামাস-ইসরায়েল যুদ্ধে প্রাণ হারিয়েছেন ২২ মার্কিন নাগরিক, নিখোঁজ ১৭

|

হামাস-ইসরায়েল যুদ্ধে মার্কিন নাগরিকদের প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ জনে। তবে এখনও খোঁজ মেলেনি ১৭ জন আমেরিকান নাগরিকের। বুধবার (১১ অক্টোবর) হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কিরবি এ তথ্য নিশ্চিত করেছেন। খবর আল জাজিরার।

তিনি বলেন, ইসরায়েলে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের অভূতপূর্ব হামলার সময় বন্দি হওয়া আনুমানিক ১৫০ জন ব্যক্তির মধ্যে কিছু মার্কিন নাগরিক আছেন।

তিনি আরও বলেন, এই মুহূর্তে বন্দি ও নিহতের যে সংখ্যাটি আমরা জানি তা খুব কম। কিন্তু সময়ের সাথে এটি পরিবর্তিত হতে পারে।

এর আগে, মঙ্গলবার জানানো হয়, এই যুদ্ধে ১৪ জন যুক্তরাষ্ট্রের নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া বৃহস্পতিবার তেল আবিবে পৌঁছনোর কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। ইসরায়েল-হামাসের অব্যাহত যুদ্ধে মার্কিন নাগরিকদের মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply