জিম্মিদের মুক্তি না দিলে গাজায় বিদ্যুৎ, পানি, জ্বালানি দেয়া হবে না: ইসরায়েলি মন্ত্রী

|

ছবি: সংগৃহীত

হামাসের কাছে জিম্মি থাকা ইসরায়েলিদের মুক্তি না দেয়া পর্যন্ত গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক না করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দেশটির জ্বালানি মন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এই ঘোষণা দেন। খবর আল জাজিরা ও বিবিসির।

ইসরায়েল কাৎজ বলেন, যতক্ষণ পর্যন্ত অপহৃত ব্যক্তিদের মুক্তি দেয়া না হবে, ততক্ষণ গাজায় বিদ্যুতের কোনো সুইচ চালু হবে না, পানি সরবরাহের কোনো পথ খুলে দেয়া হবে না এবং জ্বালানির ট্যাংক প্রবেশ করতে দেয়া হবে না।

বিবিসির খবরে বলা হয়েছে, গত শনিবার (৭ অক্টোবর) থেকে শুরু হওয়া যুদ্ধে হামাসের হামলায় এখন পর্যন্ত অন্তত ১৩০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। এছাড়া হামাস অন্তত ১৫০ ইসরায়েলিকে জিম্মি করেছে। ইসরায়েলের হামলায় অন্তত ১৩৫৪ জন ফিলিস্তিনিও প্রাণ হারিয়েছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply