সাদ উদ্দিনের শেষ মূহূর্তের গোলে মালদ্বীপকে রুখে দিলো বাংলাদেশ

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম লেগের ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয় বাংলাদেশ। ম্যাচে একের পর এক সুযোগ নষ্টের পর ডিফেন্ডারদের ভুলে ৮৭ মিনিটে এগিয়ে যায় মালদ্বীপ। ম্যাচ যখন চোখ রাঙাচ্ছিল নিশ্চিত হার, ঠিক তখনই বাংলাদেশের ত্রাতা হয়ে এলেন সাদ উদ্দিন। বদলি নামা এই ডিফেন্ডারের গোলে মালদ্বীপকে রুখে দেয় হ্যাভিয়ার ক্যাবরেরার শিষ্যরা।

মালদ্বীপের জাতীয় ফুটবল স্টেডিয়ামে প্রথম লেগে বাংলাদেশকে আতিথ্য দেয় মালদ্বীপ। ম্যাচের শুরুতে একটু ছন্নছাড়া ফুটবল খেলে বাংলাদেশ। নিয়মিত গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ছাড়া আজ মাঠে নেমেছিল বাংলাদেশ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদের গুছিয়ে নিতে শুরু করেন রাকিব-বিশ্বনাথরা। প্রথমার্ধে দুই দলই বেশ কিছু গোলের সুযোগ পেয়েছিল। তবে কাজে লাগাতে পারেনি কোনও দলই।

ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিল বাংলাদেশই। ৪০ মিনিটে বক্সের মধ্যে ফাঁকা জায়গায় বল পেয়েও শট পোস্টে রাখতে পারেননি ফয়সাল আহমেদ ফাহিম। ফলে বাংলাদেশ গোল পাওয়া থেকে বঞ্চিত হয়। গোলশূন্য ড্র নিয়েই বিরতিতে যায় ক্যাবরেরার শিষ্যরা।

ছবি: সংগৃহীত

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে রাকিব আবারও হতাশ করেন দলকে। সোহেল রানার দূরপাল্লার ক্রস থেকে বাংলাদেশি ফরোয়ার্ডের আড়াআড়ি শট এবারও জড়ায়নি জালে। তিন মিনিট পর ফাহিমও শট নেন পোস্টের বাইরে। 

পুরো ম্যাচে হালি খানেক সুযোগ নষ্ট করা ফাহিম ৭০ মিনিটে আবারও হতাশ করেন বাংলাদেশকে। ডান প্রান্ত ধরে রাকিব হোসেনের ক্রস ধরে মাথা ঠান্ডা রাখতে পারলেই গোল পেতেন ফাহিম, কিন্তু চলতি বলে শট নিতে গিয়ে বল বাইরে পাঠান ক্রসবারের ওপর দিয়ে। সুযোগ নষ্টের খেসারত হিসেবে ফাহিমকে পরের মিনিটেই তুলে নিয়ে মুজিবর রহমান জনিকে নামান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। তুলে নেয়া জামাল ভূঁইয়াকেও। তার বদলি হিসেবে মাঠে নামেন রবিউল হাসান। 

ছবি: সংগৃহীত

রবিউল মাঠে নেমেই তৈরি করেন সুযোগ। ৭৪ মিনিটে নেন দারুণ এক শট। তবে সেই শট ফিস্ট করে এবারও লাল-সবুজদের হতাশায় ডোবান মালদ্বীপ গোলরক্ষক হুসেইন শরীফ। সুযোগ মিস করার মহড়ার ম্যাচে ৮৭ মিনিটে মালদ্বীপকে উল্টো গোলের সুযোগ তৈরি করে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। বদলি ফরোয়ার্ড ইব্রাহিম হুসেনের ক্রস ঠেকাতে গিয়ে নিজ সতীর্থ শাকিলের গায়ে হেড নেন ডিফেন্ডার তারিক কাজী। বল শাকিলের গায়ে প্রতিহত হয়ে পড়ে আরেক বদলি ফরোয়ার্ড হাসান নাজিমের পায়ে। এমন উপহার পাওয়া সুযোগ একদমই নষ্ট করেননি নাজিম। মিতুলকে পরাস্ত করে এগিয়ে দেন মালদ্বীপকে। এর দুই মিনিট পর রাকিবকে তুলে সাদকে নামান বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

ছবি: সংগৃহীত

পিছিয়ে পড়ার পরই মরিয়া হয়ে উঠে বাংলাদেশ। ম্যাচের অতিরিক্ত সময়ে বাঁ প্রান্ত থেকে রাকিবের ক্রস থেকে মালদ্বীপ গোলরক্ষকের পায়ের মাঝখান দিয়ে বল জালে জড়িয়ে বাংলাদেশকে সমতায় ফেরান ডিফেন্ডার সাদ উদ্দিন। গোল করার পর  উদ্দাম উদযাপনের স্রোতে জার্সি খুলে দেখেন হলুদ কার্ড।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply