ফরিদপুরে ভুবনেশ্বর নদে ভাসছে কুমির, এলাকায় আতঙ্ক

|

ফরিদপুর করেসপন্ডেন্ট:
ফরিদপুরে ভুবনেশ্বর নদে কুমির দেখা গেছে। এতে নদের পাড়ের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়নের ব্যাপারী ডাঙ্গী গ্রামে কুমিরটিকে ভাসতে দেখা যায়।

জানা যায়, বুধবার (১১ অক্টোবর) বিকেলে ব্যাপারী ডাঙ্গী গ্রামে নদে কুমিরটি দেখতে পান স্থানীয়রা। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে আগের স্থানের কিছুটা দূরে আবার কুমিরটিকে ভাসতে দেখেন স্থানীয়রা।

কুমিরটি দেখে এলাকাবাসীকে সতর্ক করতে বুধবার রাতে মসজিদের মাইকে প্রচার করা হয়। খবর পেয়ে রাতেই চরভদ্রাসন থানা পুলিশ এলাকা পরিদর্শন করে। এলাকাবাসীর দাবি, কুমিরটি উদ্ধারে প্রশাসন ব্যবস্থা নিক। তবে বৃহস্পতিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

স্থানীয় বাসিন্দা শিমুল ও কাজল জানান, বুধবার রাতে তারা কুমিরটি দেখেছেন। ১৫ থেকে ২০ মিনিট পর পর পানি থেকে ভেসে উঠছিলো এটি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ বলেন, বিষয়টি বনবিভাগসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। খুব শিগগিরই কুমিরটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে অবমুক্ত করা হবে। এলাকাবাসীকে আপাতত গোসল বা যেকোনো কাজে নদে নামতে নিষেধ করা হয়েছে।

ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম কুদ্দুস ভুইয়া বলেন, বিষয়টি জানতে পেরে খুলনা বিভাগীয় অফিসকে জানানো হয়েছে। তারা কুমিরটি উদ্ধারে টিম পাঠানোর ব্যবস্থা করছে।

খুলনা বিভাগীয় বন অধিদফতরের মৎস্য বিশেষজ্ঞ মফিজুর রহমান চৌধুরী বলেন, স্থানীয় কর্মকর্তাদের মাধ্যমে কুমিরটির অবস্থান সম্পর্কে খোঁজখবর নেয়া হচ্ছে। এটি উদ্ধারে টিম পাঠানো হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply