ইসরায়েলে নবগঠিত ‘যুদ্ধকালীন’ মন্ত্রিসভার শপথ গ্রহণ

|

ছবি: সংগৃহীত

হামাসকে প্রতিরোধ করতে গড়ে তোলা ইসরায়েলের নবগঠিত যুদ্ধকালীন মন্ত্রিসভা শপথ গ্রহণ করেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় এ উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বলেন, হামাসের সাথে যুদ্ধে রয়েছে ইসরায়েল। খবর রয়টার্সের।

‘ওয়ার কেবিনেটে’ পার্লামেন্ট সদস্যরা থাকলেও মূল সরকার কাঠামোয় তাদের কোনো মন্ত্রিত্ব নেই। যার অন্যতম বিরোধী নেতা বেনি গানৎজ ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গালন্ত। রয়েছেন ৪ উচ্চপদস্থ সেনা কর্মকর্তা। জরুরি সরকারের একমাত্র ফোকাস হবে যুদ্ধ। এ পরিস্থিতিতে অন্য কোনো বিল বা সরকারি সিদ্ধান্ত নেয়া হবে না, যা যুদ্ধের সাথে সম্পর্কিত না।

মন্ত্রিসভার শপথ আয়োজনে হামাসের বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ঘোষণা দেন ইহুদি নেতারা। যুদ্ধকালীন মন্ত্রিসভায় যোগ দেননি ইসরায়েলের প্রধান বিরোধী নেতা ইয়ার লাপিদ। তবে তার জন্য সংরক্ষিত আছে একটি আসন।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply