ইসরায়েলের আল্টিমেটামের পর গাজার উত্তরাঞ্চল ছাড়ছেন বাসিন্দারা

|

ছবি: সংগৃহীত

ইসরায়েলি সামরিক বাহিনীর আল্টিমেটামের পর গাজার উত্তরাঞ্চল ছাড়তে শুরু করেছে বেসামরিক নাগরিকরা। এর আগে গাজার উত্তরাঞ্চলের ১১ লাখ বাসিন্দাকে দক্ষিণে সরে যেতে ২৪ ঘন্টার সময় বেধে দেয় ইসরায়েল। তাদের এই সতর্কবার্তার পর হাজার হাজার বাসিন্দা উত্তর ছেড়ে দক্ষিণে সরতে শুরু করেছে। সাধারণ মানুষ প্রাইভেট কার, ট্রাক কিংবা পায়ে হেঁটে এলাকা ছাড়ছে। খবর বিবিসি ও আল জাজিরা।

গাজায় হামাসের সদস্যদের বিরুদ্ধে স্থল অভিযান চালানোর প্রস্তুতি হিসেবে সেখান থেকে বেসামরিক নাগরিকদের সরে যেতে ইসরায়েল এই নির্দেশ দিয়েছে গণমাধ্যমে উঠে এসেছে। তবে এই ঘোষণার পর মানবিক বিপর্যয় আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সংস্থাটি ইসরায়েলকে এই আদেশ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিছানাপত্র নিয়ে গাজার উত্তরাঞ্চলের নাগরিকরা দক্ষিণের দিকে যাচ্ছেন। ছবি: সংগৃহীত

যদিও ইসরায়েলি সামরিক বাহিনীও স্বীকার করেছে, মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের সরে যাওয়াটা কঠিন হবে। তবে ইসরায়েলের এই সতর্কবার্তা উপেক্ষা করতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। তারা এই ঘোষণাকে ‌’ভুয়া প্রচার’ বলে অভিহিত করেছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply