পেশির চোটে হাসপাতালে সাকিব

|

ছবি: সংগৃহীত

বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ। ফলে টানা দ্বিতীয় হারে সেমির পথটা আরও কঠিন হয়ে দাঁড়ালো টাইগারদের সামনে। একই সঙ্গে সাকিব আল হাসানকে নিয়ে দুশ্চিন্তায়ও পড়তে হচ্ছে টিম ম্যানেজম্যান্টকে। ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে থাই স্ট্রেইনের চোট পেয়েছিলেন টাইগার অধিনায়ক। পরবর্তীতে বোলিং ও ফিল্ডিং করলেও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি সাকিব।

ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক কথা বলেন নিয়ম করে, শুক্রবার অবশ্য সাকিব আল হাসান আসেননি। তার বদলে এসেছিলেন বাংলাদেশ দলের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুরুতেই প্রশ্ন করা হয়েছিল সাকিবকে নিয়েই। জবাবে শান্ত বলেন, সাকিব ভাই স্ক্যান করাতে গেছেন, এতোটুকুই জানি।

রিপোর্ট আসার পর সাকিবের চোট কতটা গুরুতর তা নিশ্চিত হওয়া যাবে। এর আগে, বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ইনজুরিতে পড়েন সাকিব। ভারতে যাওয়ার পরই ফুটবল অনুশীলন করতে গিয়ে পায়ের গোড়ালিতে ব্যথা পান তিনি। যে কারণে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলেননি বাঁ-হাতি এই অলরাউন্ডার।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply