সিলেট সিটি মেয়রকে নাগরিক সংবর্ধনা; প্রশংসায় ভাসালেন পররাষ্ট্রমন্ত্রী

|

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে সারদা হল প্রাঙ্গণে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে সিলেট সিটি করপোরেশন। এতে প্রধান অতিথি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। অনুষ্ঠানের শুরুতে মেয়র আরিফুল হককে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেন কাউন্সিলর ও সিসিকের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে পররাষ্ট্রমন্ত্রী মেয়র আরিফুল হক চৌধুরীর উন্নয়ন কাজের প্রশংসা করেন। মন্ত্রী বলেন, আরিফুল বড় মাপের মানুষ। বিএনপির রাজনীতিবিদ হয়েও সিলেটের উন্নয়নে তিনি অনেক ভূমিকা রেখেছেন। এটি হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে। সিলেটের উন্নয়নে ভূমিকার জন্য মেয়র আরিফুলকে ধন্যবাদ দিতে হয়।

তিনি আরও বলেন, আপনারা আমাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, আমাদের দায়বদ্ধতা আছে সিলেটের বহুমুখী উন্নয়নে কাজ করবো।

এ সময় মেয়র আরিফুল হক বলেন, কোনো উন্নয়ন সম্ভব নয়, যদি আমাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি এবং রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় না থাকে। আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply