বিশ্বকাপের মাঝপথে উদ্বোধনী, মাঠের দর্শকরাই শুধু দেখার সুযোগ পেলেন

|

বিশ্বকাপ শুরুর আগে জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। নাচ, গানের পাশাপাশি থাকে নানা পারফরম্যান্স। ভারতে চলমান বিশ্বকাপ শুরুর আগে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। জমকালো আয়োজনে বিশ্বকাপ উদ্বোধন করার পরিকল্পনা ছিল ভারতের। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠানের প্রস্তুতি নিয়েছিলো ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু নিরাপত্তা ইস্যুতে শেষ মুহূর্তে বাতিল হয় সব পরিকল্পনা।

এবার যেনো দুধের স্বাদ ঘোলে মেটালো ভারত। শনিবার (১৪ অক্টোবর) ভারত-পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচের আগে দেড় ঘণ্টার একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম। তবে অন্যবার উদ্বোধনী অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হলেও এবার তা হয়নি। মাঠের দর্শকরাই কেবল অনুষ্ঠানটি দেখার সুযোগ পেয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়েছে।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়, অনুষ্ঠানে অরিজিৎ সিৎ, সুনিধি চৌহান, শংকর মহাদেবন ও সুখবিন্দর সিং পারফরম্যান্স করেন। ভারত-পাকিস্তান ম্যাচের আগে অরিজিৎ সিংয়ের পারফরম্যান্স দেখতে উদগ্রীব হয়েছিলেন অনেকেই। কিন্তু সেই অনুষ্ঠান সম্প্রচারিত হয়নি। শুধুমাত্র আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সমর্থকরা সরাসরি পারফরম্যান্সের সাক্ষী থাকতে পেরেছেন।

উদ্বোধনীতে কী কী হয়েছে:

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবরে বলা হয়, অনুষ্ঠানে ভারতের চার তারকা সংগীতশিল্পী অরিজিৎ সিং, সুনিধি, শংকর এবং সুখবিন্দর সিং আলাদাভাবে পারফরম্যান্স করেন। শেষে তারা চারজন একসঙ্গে পারফর্ম করেন। চারজন মাতিয়ে তোলেন দর্শক-শ্রোতাদের। শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার ‘চালেয়া’ ও ‘বন্দেমাতরম’ গেয়েছেন অরিজিৎ। তাদের গানে মাতোয়ারা ছিলেন মাঠের দর্শকরা।

তবে কী কারণে অরিজিৎদের পারফরম্যান্সের টেলিভিশনে সম্প্রচার করা হয়নি, তা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা এবং সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের তরফ থেকে কিছু জানানো হয়নি বলে ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে।

তবে স্টার স্পোর্টসের পক্ষ থেকে শুধুমাত্র বলা হয়, ভারত-পাকিস্তান ম্যাচের আগে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে অনুষ্ঠান হবে, সেটা শুধুমাত্র স্টেডিয়ামে থাকা সমর্থকদের জন্য আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান সম্প্রচার করা হবে না।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply