ডেঙ্গুতে আরও ১০ জনের প্রাণহানি

|

ছবি: সংগৃহীত।

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে তাদের মৃত্যু হয়। মারা যাওয়াদের মধ্যে ঢাকার পাঁচজন এবং ঢাকার বাইরের পাঁচজন রয়েছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৪৭ জন ডেঙ্গুরোগী।

শনিবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ২ লাখ ৩৩ হাজার ৫৩১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ২৩ হাজার ৭৭৯ জন। এ বছর এখন পর্যন্ত এক হাজার ১৩৫ জন প্রাণ হারিয়েছেন ডেঙ্গুতে।

/এআই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply