আব্বাস-নেতানিয়াহুকে বাইডেনের ফোন

|

ছবি: জো বাইডেন, মাহমুদ আব্বাস ও নেতানিয়াহু

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (১৪ অক্টোবর) বাইডেন এই দুইনেতাকে ফোন করেন বলে হোয়াইট হাউসের এক বিবৃতিতে জানানো হয়।

ফোনালাপে বাইডেন গাজা ভূখণ্ডের বেসামরিক ফিলিস্তিনিদের শিগগির মানবিক সহায়তা পাঠানোর জন্য যেসব পদক্ষেপ গ্রহণ প্রয়োজন, তা নেওয়ার প্রতিশ্রুতি দেন মাহমুদ আব্বাসকে। পরে তিনি কল করেন নেতানিয়াহুকে। তিনি ইসরায়েলের জন্য সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির প্রধানমন্ত্রী। খবর রয়টার্সের।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ শুরুর দিন থেকেই গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি ও গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইসরায়েল। একইসঙ্গে ব্যাপক ধ্বংসযজ্ঞও চালাচ্ছে দেশটির সামরিক বাহিনী। হামলায় এখন পর্যন্ত অন্তত ২২১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply