ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একসাথে কাজ করবে হামাস ও ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির এক বিবৃতিতে জানানো হয় এ কথা। রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।
শনিবার কাতারের দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আব্দোল্লাহিয়ান এর সাথে সাক্ষাৎ করেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার প্রশংসা করেন আব্দোল্লাহিয়ান। গাজায় সংগঠনটির লক্ষ্য অর্জনে পাশে থাকার আশ্বাস দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রতিক হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর এটাই তেহরানের কর্তৃপক্ষের সাথে হামাসের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। তবে আলোচনার বিস্তারিত জানানো হয়নি।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত হাসামের হামলায় অন্তত ১৩০০ ইসরায়েলি নিহত হয়েছেন। এছাড়া তিন হাজার ৪০০ এর অধিক ইসরায়েলি আহত হয়েছেন।
/এআই
Leave a reply