বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

|

বগুড়ার বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১৫ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে জেলার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড়মহর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া এয়ারফিল্ডের কাছে প্রশিক্ষণের সময় বিমান বাহিনীর পিটি-৬ প্রশিক্ষণ বিমানটি দুর্ঘটনায় পতিত হয়। তবে এতে কেউ হতাহত হননি।  

বিমানে পাইলটসহ দুজন ছিলেন বলে জানা গেছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করে বিমানটি একটি বাঁশঝাড়ে পড়ে যায়। বিমানে দুজন পাইলট ছিলেন। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধারের পর বিমান বাহিনীর সদস্যরা তাদেরকে নিয়ে যায়।

কাহালু থানার ওসি মাহামুদ হাসান জানান, বড়মহর গ্রামের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply