নির্বাচন নিয়ে আলোচনা করতে বিদেশিরা মজা পায়: পররাষ্ট্রমন্ত্রী

|

ছবি: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

নির্বাচন একটা খেলা, এটা নিয়ে আলোচনা করতে বিদেশিরা মজা পায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোববার (১৫ অক্টোবর) বিকেলে সমসাময়িক ইস্যুতে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার সব পক্ষের সঙ্গেই আলোচনা করে। যদি প্রয়োজন হয় ভবিষ্যতেও করবে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক আসা প্রসঙ্গে তিনি বলেন, পর্যবেক্ষক নয় নির্বাচনে দরকার ভোটার। নির্বাচন পর্যবেক্ষণে বিদেশিরা কে আসলো আর কে আসলো না সেটা মুখ্য বিষয় নয়।

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সুপারিশকে ‘ফরমায়েশি’ বলে মন্তব্য করে এটাকে বাংলাদেশ খুব একটা গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রয়োজনে সংলাপ হতে পারে।

এ সময় ফিলিস্তিন সংকট নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দ্বি-রাষ্ট্রনীতি বাস্তবায়নেই ফিলিস্তিন সমস্যার সমাধান সম্ভব। এ সংকট নিয়ে আগামী ১৮ অক্টোবর অনুষ্ঠিতব্য ওআইসি বৈঠকে বাংলাদেশ যোগ দিচ্ছে বলেও জানান মন্ত্রী।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply