পঞ্চগড়ে শিশির বিন্দু জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা

|

পঞ্চগড় করেসপন্ডেন্ট:

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড় হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় আগেভাগেই সেখান শীত অনুভূত হয়। গত কয়েকদিন ধরেই জেলাজুড়ে বইছে শীতের আমেজ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করেছে।

মধ্যরাতের পর থেকে ভোর রাত পর্যন্ত কুয়াশার চাঁদরে ঢেকে থাকছে চারপাশ৷ দেশের অন্যান্য জেলার চেয়ে তাপমাত্রা কম থাকায় আগাম শীত অনুভূত হচ্ছে পঞ্চগড়ে। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

জেলার বাসিন্দারা জানান, প্রতিবারই জেলাটিতে দ্রুতই শীত মৌসুম শুরু হয়। তবে এবার বর্ষা শেষ না হতেই শীতের আমেজ শুরু হয়ে গেছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত কয়েকদিন ধরে এ জেলার গড় তাপমাত্রা ২০ থেকে ২৪ ডিগ্রিতে উঠানামা করছে। নভেম্বরের মাঝামাঝি সময় থেকে তীব্র শীত অনুভূত হবে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply