চিকিৎসা নিতে সিঙ্গাপুর গেলেন রাষ্ট্রপতি

|

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। সোমবার (১৬ অক্টোবর) সকাল ৮ টা ৫০ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইট হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে। সফরে রাষ্ট্রপতির সঙ্গে তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানাও রয়েছেন।

বিমানবন্দরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পররাষ্ট্র সচিব, পুলিশের আইজি, বাংলাদেশে সিঙ্গাপুরের কনসাল শিলা পিল্লাইসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বাংলাদেশ সংবাদ সংস্থার খবরে বলা হয়েছে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নিবেন। ১৫ দিনের সফর শেষে আগামী ৩০ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

/এনকে


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply