লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দফতরে রকেট হামলা হয়েছে। রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সদর দফতরে মুখপাত্র আন্দ্রেয়া টেনেন্টি একটি সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সাইটে একটি রকেট শেল পড়ে।
এ হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে হামলার পরপরই সর্বোচ্চ সতর্কতা নেয়া হয় শান্তিরক্ষী বাহিনীর সদর দফতরে। কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে ফোনালাপ করেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি। সব ধরণের সহযোগিতা করার ঘোষণাও দেন তিনি।
হামাসের সাথে যুদ্ধ শুরুর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠেছে ইসরাইল-লেবানন সীমান্ত। গত সপ্তাহে হামাসের হামলার পর থেকেই ইসরায়েলর সীমান্ত লক্ষ্য করে বিক্ষিপ্তভাবে গোলাবর্ষণ করে আসছে হিজবুল্লাহ। এর ফলে গাজার পাশাপাশি লেবাননের সাথে ইসরাইলের নতুন সংঘাত তৈরির শঙ্কা দেখা দিয়েছে।
/এআই
Leave a reply