ভারতের বিপক্ষে খেলবেন সাকিব?

|

কিউইদের বিপক্ষে ম্যাচে ইনজুরির পর মাঠে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন সাকিব। ছবি: এপি

সাকিব আল হাসানের ইনজুরি নিয়ে বাড়ছে ধোঁয়াশা। শঙ্কা আছে, আগামী বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের বিপক্ষে খেলবেন না টাইগার অধিনায়ক।

স্ক্যান রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন সাকিব। বাঁ পায়ের ঊরুর সামনের দিকে চোট পান সাকিব। ব্যাট করার সময়েই মূলত মাংসপেশিতে টান পড়েছিল তার। এরপর উপায় না দেখে আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাট চালাতে চেয়েছিলেন দলনেতা। তাতে কিছুটা সফল হলেও ইনিংসটা লম্বা করতে পারেননি।

ব্যথা নিয়ে বোলিং করতে এসে উইকেট পেলেও বেশ আগেভাগেই নিজের বোলিং কোটা পূরণ করেন। ফিল্ডিং করতে গিয়েও নিজের চেনা জায়গা ছেড়ে স্লিপে দাঁড়িয়েছিলেন টাইগার অধিনায়ক।

উল্লেখ্য, বিশ্বকাপের শুরুটা আফগানিস্তানের বিপক্ষে দাপুটে জয় দিয়ে হলেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলতে নামবে টাইগাররা।

/এএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply