বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল পেরেরার ব্যাটে দারুণ শুরু পেয়েছে শ্রীলঙ্কা। শুরু থেকেই এই দুই ব্যাটার অজি বোলারদের উপর চড়াও হয়ে খেলতে থাকেন। পাওয়ারপ্লে শেষে লঙ্কানদের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ৫১ রান।
সোমবার (১৬ অক্টোবর) লখনৌর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপায় ইকানা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস। আগে ব্যাটিংয়ে নেমে মিচেল স্টার্কের করা প্রথম ওভার থেকেই দুই বাউন্ডারি মারেন নিসাঙ্কা। এরপর অজি বোলারদের দেখেশুনে খেলেন তিনি। অজি পেসারদের সামনে শুরুতে খুব একটা সুবিধা করতে পারেননি পেরেরা। উইকেট থেকে দারুণ আউট সুইং-ইন সুইং আদায় করে নেন স্টার্ক-হ্যাজলউডরা।
তবে সময় যত গড়িয়েছে ততই সাবলীল ব্যাটিং করেন দুই লঙ্কান ওপেনার। অজি বোলারদের বাজে বল পেলেই বাউন্ডারিতে পরিণত করেন তারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত, ১০ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৫১ রান। নিসাঙ্কা আছেন ২২ রান করে, পেরেরা আছেন ২৪ রান নিয়ে।
/আরআইএম
Leave a reply