ইসরায়েলের হামলায় গাজায় একই পরিবারের ১৮ সদস্যের মৃত্যু

|

ইসরায়েলি নৃসংশতায় এক রাতেই প্রাণ হারিয়েছেন ফিলিস্তিনে এক পরিবারের ১৮ সদস্য। রোববার (১৫ অক্টোবর) গাজার আল নুসেইরাত এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে।

প্রাণে বাঁচা একমাত্র সদস্য মুস্তাফা ঘাবায়েন জানান, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও তিন স্বজন। তারাও আর বেঁচে নেই বলেই আশঙ্কা করছেন তিনি। পরিবারের সবাইকে হারিয়ে শোকে স্তব্ধ এখন বেঁচে থাকা ওই ব্যক্তি।

জানা গেছে, ইসরায়েলি হামলা শুরুর পর নিজ এলাকা ছেড়ে পার্শ্ববর্তী আরেক শহরে আশ্রয় নিয়েছিলেন তারা। তবুও বাঁচতে পারেননি তারা। গতরাতে তেল আবিবের বিমান হামলায় নিহত হয় পুরো পরিবার। এখন স্বজনদের লাশ দাফন নিয়েও দুশ্চিন্তা দেখা দিয়েছে। মর্গে রাখার মতোও কোনো অবস্থা নেই।

বেঁচে যাওয়া পরিবারের অবশিষ্ট সদস্য মুস্তাফা ঘাবায়েন বলেন, পুরো ঘাবায়েন পরিবারই আছে এখানে। ১৮ জনকে হারিয়েছি আর তিন জন এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। আমরা পূর্ব গাজার আল তুফা এলাকার বাসিন্দা ছিলাম। ভেবেছিলাম আল নুসেইরাতে সরে আসলে হয়ত প্রাণে বেঁচে যাবো। কিন্তু এখানে আসার পরও মর্মান্তিক পরিণতি রুখতে পারলাম না। গতকাল ওদের রাখার জন্য মর্গেও কোনো জায়গা পাইনি। সারারাত মাটিতে ছিল সবার লাশ।

এমএইচ/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply